Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটার বিভিন্ন স্থানে সেনিটাইজ করল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল


অরবিন্দ শর্মাঃ

করোনার জীবানু ছরিয়ে পরা রোধ করতে এবং মানুষকে সুস্থ‍্য রাখতে দিনহাটার প্রতুষ‍্যা বাজার, প্রেট্রল পাম্প,দিনহাটা থানা, হাসপাতাল এবংদিনহাটা হাই স্কুলে কমিউনিটি কিচেন সেনিটাইজ করল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল।

উপস্থিত ছিলেন কোচবিহার জেলার বজরং দল প্রমুখ অভিজিৎ দাস,বিদ‍্যার্থী প্রমুখ সর্বজিৎ সাহা,দিনহাটা বিশ্ব হিন্দু পরিষদের বিশ্ব ঘোষ,কৌশিক সূত্রধর ,শুভম নাথ প্রমুখ।

Ad Code