অরবিন্দ শর্মাঃ
করোনার জীবানু ছরিয়ে পরা রোধ করতে এবং মানুষকে সুস্থ্য রাখতে দিনহাটার প্রতুষ্যা বাজার, প্রেট্রল পাম্প,দিনহাটা থানা, হাসপাতাল এবংদিনহাটা হাই স্কুলে কমিউনিটি কিচেন সেনিটাইজ করল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল।
উপস্থিত ছিলেন কোচবিহার জেলার বজরং দল প্রমুখ অভিজিৎ দাস,বিদ্যার্থী প্রমুখ সর্বজিৎ সাহা,দিনহাটা বিশ্ব হিন্দু পরিষদের বিশ্ব ঘোষ,কৌশিক সূত্রধর ,শুভম নাথ প্রমুখ।
Social Plugin