পথ দূর্ঘটনায় গুরুতর আহত এক SSB সৈনিক
SER-10,ময়নাগুড়ি, ৭ এপ্রিল : আজ মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার অঞ্চলের হুসলুডাঙ্গার সংলগ্ন বিদ্যাসেনের বাড়ি এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন এক ব্যক্তি।
জানা যায়, আহত ওই ব্যক্তির নাম ভোলানাথ সিংহ রায়। পেশায় তিনি একজন SSB সৈনিক এবং তার বাড়ি কোচবিহার জেলার জামালদহ এলাকায়।
সূত্রে খবর, তিনি ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ১ নম্বর এলাকা থেকে হুসলুডাঙ্গা যাওয়ার পথে একটি বাইকের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে গুরুতর ভাবে আহত হন ভোলানাথ বাবু।
এরপর খবর পেয়ে ছুটে আসে ময়নাগুড়ি ব্লকের একটি স্বেচ্ছাসেবি সংগঠন 'প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশন'। প্রয়াসের সদস্যদের তৎপরতায় তাকে উদ্ধার করে স্থানীয় বটতলা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসা করার পর সেখান থেকে তৎক্ষণাৎ তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পরে তার বাড়ির মানুষের উপস্থিতিতে তাদের হাতে ভোলানাথ সিংহ বাবুকে তুলে দেয় প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
পরিবার সূত্রে জানা যায়, তিনি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন ।
Social Plugin