Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যের আর্জি শুনলো না সুপ্রিম কোর্ট, OBC মামলার শুনানি পিছিয়ে গেল এক মাস

রাজ্যের আর্জি শুনলো না সুপ্রিম কোর্ট, OBC মামলার শুনানি পিছিয়ে গেল এক মাস 


Supreme Court


অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য সরকার। দ্রুত শুনানির আবেদন জানানো হয় রাজ্যের তরফে। কিন্তু সেই আবেদন খারিজ করে একমাস পিছিয়ে গেল ওবিসি মামলার শুনানি।

সোমবার সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সময়ের অভাবে তা হয়নি। পরে জানা যায়, শুনানি এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এর পরেই ওবিসি সংক্রান্ত জটিলতা নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য।

সোমবার আদালতে রাজ্যের আইনজীবী জানান, ওবিসি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে সম্প্রতি একাধিক জটিলতা তৈরি হয়েছে এবং কলকাতা হাই কোর্ট থেকে ধারাবাহিকভাবে নির্দেশ জারি হচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত শুনানি করার অনুরোধ জানিয়ে তিনি প্রস্তাব দেন, মামলাটি আগামী বৃহস্পতিবার বা সোমবারের মধ্যে তোলা হোক। তবে প্রধান বিচারপতি সেই আর্জি মঞ্জুর করেননি। তিনি স্পষ্ট করেন, মামলাটি তালিকা থেকে বাদ যাবে না, আবার নতুন করে তালিকা তৈরি করা হবে না—নির্ধারিত দিনেই এটি শুনানির জন্য তোলা হবে।

সুপ্রিম কোর্ট সূত্রে খবর, আগামী ৯ সেপ্টেম্বর ওবিসি মামলার শুনানি হতে পারে।


ওবিসি জটের জেরে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফলপ্রকাশও এত দিন ধরে আটকে রয়েছে, ফলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। গত বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ জয়েন্টের মেধাতালিকা বাতিল করে নতুন মেধাতালিকা তৈরির নির্দেশ দেন। আদালত জানায়, নতুন ওবিসি তালিকা মেনে মেধাতালিকা প্রকাশ করা যাবে না; ২০১০ সালের আগে অনুমোদিত ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই ১৫ দিনের মধ্যে নতুন মেধাতালিকা প্রকাশ করতে হবে। এতে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র পড়ুয়াদের জন্য পূর্বের মতো ৭ শতাংশ সংরক্ষণই বহাল থাকবে। সুপ্রিমকোর্টে শুনানি না হওয়ায় আপাতত হাইকোর্টের নির্দেশ বহাল থাকছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ নিয়ে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code