আজই কী পৃথিবীর শেষ দিন !

একদিকে করোনার ত্রাসে বিশ্ববাসী গৃহবন্দী, হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা বাড়ছে মৃত্যুও l অন্যদিকে প্রায় দুই মাস আগেই নাসা ঘোষণা করেছে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বৃহৎ গ্রহাণু, যা মাউন্ট এভারেস্ট থেকেও কয়েকগুন আয়তনে l নাসার ঘোষণা মতে আজ সেই দিন ২৯ শে এপ্রিল, আর কয়েক ঘন্টা বাকি কি। তাহলে, আমাদের হাতে কি আর সময় নেই?  
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে
নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে
নিয়মিত আপডেট পেতে আমাদের whatsapp গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন পাশের লিঙ্কে

এই গ্রহাণু টি ৩১,৩১৯ কিমি/ ঘন্টা  অথাৎ প্রতি সেকেন্ড ৮.৭২ কিমি বেগে আসছে আমাদের দিকে l যা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেবে আমাদের সভ্যতা l সুনামি, ভূমিকম্প গ্রাস করে নেবে বিশ্বকে l 

এই বৃহৎ আকারের গ্রহাণু পৃথিবী থেকে ৬২.৯০ লক্ষ কিলোমিটার দূরে আছে এখনো যা আমাদের কাছে বহুদূর হলেও মহাকাশ বিজ্ঞানে এটি ক্ষুদ্র দূরত্ব l 

তবে নাসা পৃথিবীর সঙ্গে সংঘর্ষের তথ্য উড়িয়ে দিয়েছে l নাসার গবেষকদের মতে এটি পৃথিবীর গাঁ ঘেঁষে বেরিয়ে যাবেl