করোনা সংক্রমণের জেরে লক ডাউন দেশ। এর জেরেই বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান। এরকম পরিস্থিতিতে পড়াশুনা তলানিতে ঠেকে গেছে। অন্য অনেক রাজ্যই প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সকলকেই পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার কথা ঘোষণা করেছে। এবার সেই পথেই হাঁটল পশ্চিমবঙ্গও।

এদিন, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন, এ বছর কোনও পড়ুয়াকে ক্লাসে আটকানো যাবে না। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সবাইকে পাশ করাতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন বলে জানান শিক্ষামন্ত্রী।

নবম থেকে দ্বাদশ পর্যন্ত প্রযুক্তির মাধ্যমে ক্লাসের ভাবনা। নাকতলার বাড়ি থেকে ভিডিও বার্তায় শিক্ষামন্ত্রী আরও বলেন, “নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পঠনপাঠন দেওয়ার ব্যাপারে কী বিকল্প পদ্ধতি নেওয়া যায় তার চিন্তাভাবনা চলছে।” উদাহরণ দিয়ে তিনি বলেন, ইন্টারনেট, ইমেল বা দূরদর্শনের মাধ্যমে তাঁদের পঠনপাঠন দেওয়া যায় কিনা তা নিয়ে প্রাথমিক একটা আলোচনা শিক্ষা দফতরের আধিকারিকরা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দিলে তা ঘোষণা করা হবে।




নজর রাখুন আমাদের ফেসবুক পেজে 
https://www.facebook.com/sangbadekalavya

বিস্তারিত ভিডিওতে-

আরও পড়ুনঃ Social Distancing না মানায় অঙ্কুশ খেলো ঝাটার বাড়ি!