করোনার দাপট সারা বিশ্বেই। একদিকে ধাক্কা খাচ্ছে অর্থনীতি অন্যদিকে পর্যাপ্ত পরিমানে দরকার করোনা মোকাবিলায় প্রয়োজনীয় দ্রব্যাদি। সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন সংস্থা। সাথে সাথে এক দেশ ওপর দেশকেও সাহায্য করছে এই সংকটময় পরিস্থিতিতে। এবার সাহায্যের হাত বাড়িয়ে দুই নাবালক শিশু। 

ভিয়েতনামের রীতি অনুযায়ী, সৌভাগ্য ও আশার প্রতীক হিসেবে নববর্ষে লাল খামে শিশুদের অর্থ দেওয়া হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সব শিশুই সেই অর্থ পেয়েছে। তবে তারই মধ্যে ত্রুওং লিন হান ও ত্রুওং চাও খোই নামে দু’টি শিশু নিজেদের কথা না ভেবে সেই অর্থ দিয়ে ২০ হাজার মাস্ক তৈরি করে ব্রিটেনে পাঠানোর ব্যবস্থা করেছে। তারা হ্যানয়ের ব্রিটিশ দূতাবাসে মাস্ক জমা দেয়। দূতাবাস কর্তৃপক্ষ মাস্কগুলি ব্রিটেনে পাঠিয়ে দিয়েছে।

ভিয়েতনামের ব্রিটিশ রাষ্ট্রদূত গ্যারেথ ওয়ার্ড লিখেছেন দুই শিশুকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘তোমরা এত ছোটবয়সে সারা পৃথিবীর কথা ভাবো দেখে আমি খুব খুশি হয়েছি। তোমরা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছো। তোমাদের এই উপহার ব্রিটেনের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাছে অর্থবহ। তোমাদের মতো সবাই যদি এই লড়াইয়ে সামিল হন, তাহলে আমরা করোনা ভাইরাসকে হারাতে পারব।’