Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইন্টারনেটকে সুস্থ রাখতে পদক্ষেপ নিল WhatsApp


লক ডাউনের জেরে ঘরে বসেই মানুষ। আর এর জেরেই যেমন পাল্লা দিয়ে বাড়ছে ইন্টারনেটে সময় কাটানোর সময় তেমনি অনেকেই বাড়িতে বসে ইন্টারনেটে কাজ করছে। তাই ইন্টারনেট পরিষেবাকে সুস্থ রাখতে একাধিক কোম্পানি ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি YouTube, Netflix সহ একাধিক ভিডিও স্ট্রিমিং কোম্পানি নিজেদের ভিডিও কোয়ালিটি কমানোর সিদ্ধান্ত নিয়েছিল।

এবার সেই পথেই এগালো জনপ্রিয় সামাজিক মাধ্যম হোয়াটস অ্যাপ। আগে স্ট্যাটাসে ৩০ সেকেন্ডের ভিডিও ভুক্ত করা যেত এখন তা কমিয়ে ১৫ সেকেন্ড করানো হয়েছে। শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য এই সময়সীমা বেঁধেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ ।

লেটেস্ট বিটা ভার্সন 2.20.107 ও লেটেস্ট স্টেবল ভার্সন 2.20.89 -এ ইতিমধ্যেই 15 সেকেন্ডের বেশি দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করা যাচ্ছে না। 15 সেকেন্ডের বেশি দৈর্ঘ্যের ভিডিও স্টেটাসে পোস্ট করার চেষ্টা করলে জানানো হচ্ছে, “আপনার স্টেটাসের ভিডিওতে প্রথম 15 সেকেন্ড দেখানো হবে।” যদিও সেই ভিডিও-য়ের যেকোনো ১৫ সেকেন্ড পোস্ট করা যায়।

Ad Code