ভাঙন থেকে দুরে
গৌরাঙ্গ মণ্ডল
১
সব দোষ দৃষ্টিরও নয়
অন্ধকারের দাগ বড়ো বেশি সমতল লাগে
২
সুখ কত শোচনীয়, আমাদের
দেখা হওয়া বোঝে। দিক না বদলে নিলে
চোখে চোখ পড়ে না সহজে
৩
আগুনে যে ভালো থাকে। তাকে জানি। সহ্যই সম্বল
ছুঁতে না পারাকে যদি গভীরতা বলো
আমাদের ছেড়ে আসা তবে কি অতল?
Social Plugin