আজ কলকাতার শহিদ মিনার  সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শহিদ মিনারে বিজেপির ‘অভিনন্দন’ সভায় ভাষণ দেবেন তিনি। রাজ্য বিজেপির তরফে CAA তৈরির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও  শহিদ মিনারের সভায় উপস্থিত থাকতে পারেন। সভায় কয়েক লাখ বিজেপি কর্মী-সমর্থক জড়ো হবে বলে মনে করা হচ্ছে।

বেলা ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন অমিত শাহ। সেখান থেকে সরাসরি রাজারহাটে NSG-র একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। দুপুরে শহিদ মিনারে বিজেপির অভিনন্দন সভায় অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে যাবেন কালীঘাট মন্দিরে পুজো দিতে। বিকেলে রাজারহাটের একটি বেসরকারি হোটেলে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক হতে পারে। রাতের বিমানেই দিল্লি ফিরে যাবন অমিত শাহ। 

এদিকে অমিত শাহের সভার প্রতিবাদ আজই প্রতিবাদ পথ নামবে বামেরা। রবিবার পথে নেমে 'অমিত শাহ গো ব্যাক' স্লোগান দেওয়ার কর্মসূচি ছাত্র-যুবদের। দেখানা হবে কালো পতাকা। ইতিমধ্যেই ধর্ম-মত নির্বিশেষে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।