![]() |
picture source:derekobrienmp twitter |
পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ, মৃত্য হয়েছে ১ জনের। এই পরিস্থিতিতে করোনা ভাইরাসের মোকাবিলায় লড়াই করছে রাজ্য।
রবিবার সাংসদ ডেরেক ও'ব্রায়েন টুইট করে জানিয়েছেন, রাজ্যের এক স্টেডিয়ামকে ১৫০ শয্যাবিশিষ্ট এক অস্থায়ী হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে। তিনি লেখেন, ‘‘করোনা সংক্রমণ রুখতে দ্রুত পদক্ষেপ করছে পশ্চিমবঙ্গ সরকার।''
তিনি আরও জানান, এই পদক্ষেপ ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও পদক্ষেপ করেছেন করোনাকে রুখতে। ডেরেক লেখেন, ‘‘ ক্যাপ্টেন, আপনার জন্য আমি গর্বিত।''
তিনি আরও লেখেন, ‘‘মজবুত থাকুন। আমরা একসঙ্গে লড়াই করব।''
Stadium in Bengal transformed into a 150-bed temporary hospital for #COVID19+ patients— Citizen Derek | নাগরিক ডেরেক (@derekobrienmp) March 22, 2020
Decisive.Compassionate. #Bengal govt's swift action to help fight #COVID19outbreak
One of many steps taken by @MamataOfficial So proud of my captain
Stay strong, we'll fight this together pic.twitter.com/SLfwYlw0ZG
Social Plugin