Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা সচেতনতায় কেরল পুলিশের নাচের ভিডিও ভাইরাল


করোনা ভাইরাস থেকে রেহাই পেতে বিশ্ব স্বাস্থ‍্য সংস্থা ভালো করে হাত ধোয়ার নিধান দিয়েছেন। চারিদিকে সচেতনতা গড়ে তুলতে তৎপ‍র সরকারী ও বেসরকারী মহল। রাজ‍্য সরকার ও কেন্দ্র সরকার করোনা মোকাবিলায় একের পর এক গুরীত্বপূর্ন পদক্ষেপ নিয়েই চলছেন। সকলকে এই জরুরীকালীন সময়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বার্তা প্রশাসনিক তরফ থেকে বার বার দেওয়া হচ্ছে।

কেরল পুলিলও সেই নিধান সকলের কাছে গ্রহনযোগ‍্য করে তুলতে একটি ভিডিও প্রকাশ করেছে যা সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। স্টেট পুলিশ মিডিয়া সেন্টার কেরল নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১৭ই মার্চ পোস্ট করা হয় একটি ভিডিও। যে ভিডিওতে দেখা যাচ্ছে ৬জন পুলিশকর্মী মালায়ালম ছবি ‘আয়াপ্পানাম কোশিয়াম’-এর জনপ্রিয় গান ‘কথাকলি’র সুরে নাচছেন তাঁরা। এই ভিডিওতে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে কিভাবে হাত ধুতে হবে তা নাচের মাধ‍্যমেই উপস্থাপন করেছেন তাঁরা। সচেতনতা বাড়াতে এই উদ‍্যোগকে বিভিন্ন মহল সাধুবাদ জানিয়েছেন। 


Security Check Required

null

Ad Code