Pic src: Internet
সুখবর, লকডাউনে নিশ্চিন্তে ফ্রিতে দেখুন TV!

লকডাউনে নিশ্চিন্তে দেখুন টিভি, ফ্রি হয়ে গেল এইসব চ্যানেল !

আগামী ২ মাসের জন্য ৪টি জনপ্রিয় পেড চ্যানেল এবার দেখুন ফ্রিতে

দেশ জুড়ে বর্তমানে চলছে লকডাউন। এর মধ্যেই গ্রাহকদের জন্য সুখবর! IBF ঘোষণা করেছে যে আগামী ২ মাসের জন্য ৪টি জনপ্রিয় পেড চ্যানেল বিনামুল্যে দেখাবে কেবল ও ডিটিএইচ কোম্পানিগুলি।

IBF যে ৪টি চ্যানেল ফ্রিতে দেখাবে তাঁদের মধ্যে রয়েছে Sony Pal, Star India-র Star Utsav, Zee TV-র Zee Anmol আর Viacom18’s Colors-এর Colors Rishtey। ব্রডকাস্টিং অ্যাসোসিয়েশন বিশ্বাস করে যে এই সিদ্ধান্তের ফলে সবাই মিলে ঘরে বসে টিভিতে কিছু না কিছু দেখে সময় পার করতে পাড়বে।

এর আগে এই গ্রাহকদের এই চ্যানেলগুলি দেখতে টাকা খরচা করতে হত। Sony Pal-এর জন্য ১ টাকা, Star Utsav-এর জনইয় ১ টাকা, Zee Anmol-এর জন্য ১ পয়সা আর Colors Rishtey-এর জন্য ১ টাকা।

আইবিএফ এক বিবৃতিতে বলেছে যে করোনার ভাইরাস মহামারির কারণে শিল্পের বিজ্ঞাপনের আয় ক্ষতিগ্রস্থ হবে। এই কারণে এর সদস্যরা অনিশ্চয়তার মধ্য দিয়ে জাচ্ছেন। কিন্তু এই কঠিন সময়ে তারা জনগণের সহায়তার জন্য সরকারের প্রচেষ্টার সঙ্গে রয়েছেন।

** News Credit: News18Bangla