pic: business today

আজ বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আজ সর্বদলীয় বৈঠকের পরেই সিদ্ধান্ত হয়ে যাবে; পুরভোট কবে।পুরভোটের দিনক্ষণ স্থির করার আগে সোমবার সর্বদলীয় বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন।

 বেলা ৩ টেয় স্বীকৃত রাজনৈতিক দলগুলোকে বৈঠকে ডাকা হয়েছে; রাজ্য নির্বাচন কমিশন দফতরে। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস বৈঠকে সভাপতিত্ব করবেন। কমিশন সূত্রে খবর ১০ টি জাতীয় এবং আঞ্চলিক স্তরের দলকে ডাকা হয়েছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি ছাড়াও জাতীয় কংগ্রেস, সমাজবাদী পার্টি, আর.এস.পি, সিপিআই, সিপিআইএম সহ দলগুলিকে বৈঠকের জন্য ডাকা হয়েছে।

সেই সঙ্গে ১০ টি দলের পদাধিকারীকে চিঠি পাঠানো হচ্ছে; রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং প্রতিটি দলের দু’জনকে সোমবার নির্বাচন কমিশনের বৈঠকে থাকার; নির্দেশ দেওয়া হয়েছে।