![]() |
pic source: global news |
ডেবিট, ক্রেডিট কার্ডের জালিয়াতির জালে হামেশাই ভুগতে হয় সাধরণ মানুষকে। জালিয়াতি রুখতে নয়া নিয়ম বিধি কার্যকর করলো আরবিআই-এর। আজ থেকেই চালু হচ্ছে ডেবিট কার্ড ব্যবহারের নতুন পদ্ধতি। নতুন করে ইস্যু করা কার্ডগুলি শুধুমাত্র ভারতের এটিএম এবং পয়েন্ট অব সেলে (পিওএস) ব্যবহারের সুবিধা চালু থাকবে। এমনকি তথ্য শেয়ারেও বাধা নিষেধের কথা জানা গেছে।
আরবিআই এর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ মার্চ থেকে নতুন কার্ড বা নতুন করে ইস্যু করা কার্ডগুলি শুধুমাত্র ভারতের এটিএম এবং পয়েন্ট অব সেলে (পিওএস) ব্যবহারের সুবিধা চালু থাকবে। তথ্য শেয়ার করা যাবে না অন্যদের সঙ্গে। এ ক্ষেত্রে কোনও গ্রাহক যদি অনলাইনে (দেশে-বিদেশে), বিদেশে উপস্থিত থেকে এবং কনট্যাক্টলেস (না-ছুঁইয়ে) ব্যবস্থায় ওই কার্ড ব্যবহার করতে চাইলে ব্যাঙ্কের কাছে আলাদা করে আবেদন করতে হবে।
যে সমস্ত কার্ড কোনোদিন ব্যবহার করা হয়নি এমন কার্ড গুলি বন্ধ করা হবে ও বিদেশে ব্যবহার করা হয়নি এমন কার্ডগুলির সেই সুবিধা বন্ধ করে দেওয়া হবে বলে জানা গেছে।
কোন ক্ষেত্রে কত টাকা পর্যন্ত লেনদেন করতে পারবে সেই সিদ্ধান্ত গ্রাহক যেন সহজে নিতে পারে তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলোকে। সাথে সাথে ২৪×৭ সময় এটিএম, আইভিআর, অ্যাপ চালু রাখতে ব্যাঙ্ক গুলোকে। কার্ডের ধরনের পরিবর্তন বার্তার মাধ্যমে গ্রাহক কে পৌঁছাতে হবে। এরফলে এটিএম জালিয়াতি কমবে বলেই মনে করা হচ্ছে। যদিও, বিশিষ্টমহলের একাংশ মনে করছে, এতে পুরোপুরি জালিয়াতি কমবে না কিন্তু বেশ কিছু সমস্যা ও জালিয়াতি থেকে রেহাই পাবে সাধারন জনগন।
Social Plugin