SER21 দিনহাটা:- করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় সচেতনতা মুলক ব্যবস্থা গ্রহণের তথ্য সম্মিলিত লিফলেট নিয়ে দিনহাটা পৌর এলাকার বাড়ি বাড়ি বিলি করলেন বাম ছাত্র যুব সংগঠন SFI ও DYFI এর কর্মীরা। এছাড়াও সেই সাথে সাধারণ মানুষ কে শেখালেন হ্যান্ড স্যানিটাইজার তৈরী ও টিশু পেপার দিয়ে মাস্ক বানানোর কৌশল।
প্রচারের পাশাপাশি তারা নিজেরাই দলিয় অফিসে বসে স্যানিটাইজার তৈরী করলেন। পরবর্তীতে এগুলি সাধারণ মানুষের মধ্যে বিলি করা হবে বলে জানালেন SFI-DYFI নেতৃত্ব।
Social Plugin