pic source: redif.com

চীনের ঊহানে নভেল করোনা ভাইরাস সংক্রমনের পর থেকে ভারতীয় বিমানবাহিনী,সেনাবাহিনী,নৌবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রক সক্রিয়ভাবে কোভিড ১৯ সংক্রামিত চীন,ইরান,ইতালী,জাপানের মত দেশগুলি থেকে ভারতীয়দের ফেরত নিয়ে আসছে এবং তাদের কোয়ারান্টাইন শিবিরে বাধ্যতামূলক আইসোলেশনে রাখার ব্যবস্থা করেছে। পয়লা ফেব্রুয়ারী থেকে এপর্যন্ত বিমানবাহিনী ৫ জন বিদেশীসহ ১০৫৯ জনকে ফেরত নিয়ে এসে হরিয়ানার মানেসর,গাজিয়াবাদের হিন্ডন,ঘাটকোপর,মুম্বাই এবং রাজস্থানের জয়শলমীরে তাদের শিবিরে রেখেছে। 

এছাড়াও ভারতীয় নৌবাহিনী বিশাখাপত্তনমে INS বিশ্বকর্মায় কোয়ারান্টাইন শিবির তৈরী করেছে যেখানে প্রায় ২০০ জনকে রাখা যেতে পারে। এর বাইরে মুম্বাইয়ে নৌবাহিনীর প্রধান হাসপাতাল INHS অশ্বিনীতে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। কোচিতে দক্ষিনাঞ্চলের নৌ কম্যান্ড SNC-ও ভারতীয়দের জন্য কোয়ারান্টাইনের ব্যবস্থা করেছে। SNC সক্রিয়ভাবে কেরালার রাজ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে সংযোগ সাধন করে চলেছে। এরনাকুলাম জেলা প্রশাসন হোটেল ও রিসর্টগুলিতেও কোয়ারান্টাইনের ব্যবস্থা করা যায় কিনা তা বিবেচনা করে দেখছে। 

এছাড়া প্রত্যেকটি সেনা হাসপাতাল কে যে কোনও রকমের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। 



source:pib