Pic source: the week

রাজ‍্যে প্রথম করোনার বলি দমদমের সংক্রমিত প্রৌঢ়র। এই নিয়ে ভারতে মৃতের সংখ্যা দাঁড়াল ৮। জানা গেছে গত ২১শে মার্চ সংক্রমিত ওই প্রৌঢ়ের খোঁজ মেলে। ১৩ মার্চ থেকে জ্বর-সর্দি-কাশির উপসর্গ দেখা দেয় দমদমের বাসিন্দা ৫৭ বছরের প্রৌঢ়ের। সল্টলেকের বেসরকারি হাসপাতালে ১৬ মার্চ তাঁকে ভর্তি করা হয়। এসএসকেএম ও নাইসেডে নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস মেলে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে তাঁর মৃত‍্যু হয়। করোনা আশঙ্খায় পরিবারের কয়েকজন ভর্তি হাসপাতালে। বাকি যারা সংস্পর্শে এসেছে তাঁদের পর্যবেক্ষনে রাখা হয়েছে। 

পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। করোনা সংক্রমনের জেরে রাজ‍্যের বেশ কিছু শহর আজ বিকাল থেকেই লকডাউন হয়ে যাচ্ছে। স্টেজ থ্রি এর দাড়গোড়ায় দাড়িয়ে ভারত। বিশেষজ্ঞরা মনে করছে প্রবীন ব‍্যক্তিরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

News Source: ZEE 24 GHANTA