Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিজের উপার্জন থেকে ৫ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে, ট্যুইট মুখ্যমন্ত্রীর


file picture

    করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তদারকি করে সাধারণ মানুষের সাথে সাথে জরুরি পরিষেবার যুক্ত সকলের দিকে তীক্ষ্ণ নজর রাখছেন সর্বদা। আক্রান্তদের সঠিক চিকিৎসার জন্য গঠন করেছেন ত্রাণ তহবিল। এবার দেশের এই সঙ্কটে তিনি নিজ রাজ্যের সঙ্গে কেন্দ্রের পাশেও দাঁড়ালেন। সম্পুর্ন নিজের উপার্জন থেকে রাজ্যের তহবিলে ৫ লক্ষ টাকা দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলেও দান করলেন ৫ লক্ষ টাকা।

     আজ দুটি টুইট করেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রথম টুইটে টুনি জানান, "আমি বিধায়ক বা মুখ্যমন্ত্রী হিসেবে কোনও বেতন নেই না। এমনকি সাতবারের সংসদ হিসেবেও পেনশনের কোনো টাকা নেই না। আমার সীমিত রোজগারের একমাত্র মাধ্যম হল আমার গান ও বই থেকে পাওয়া সামান্য রয়্যালিটি।"

    দ্বিতীয় টুইটে লেখেন, "দেশকে কোভিড-19 এর বিরুদ্ধে লড়াইয়ে আমার সেই সীমিত উপার্জন থেকেই প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা ও পশ্চিমবঙ্গ জরুরিকালীন ত্রাণ তহবিলে আরও ৫ লক্ষ টাকা দিচ্ছি।"

Ad Code