Latest News

6/recent/ticker-posts

Ad Code

RBI এর কথা মেনে তিন মাস সুদ নিচ্ছে না ব্যাংক


RBI গভর্নর করোনা মহামারীর কথা ভেবে সমস্ত ব্যাংকের কাছে আবেদন করেন আগামী তিন মাস যেন সমস্ত রকম ঋণের সুদ ব্যাংক গুলি না নেয় l সেই আবেদনে সারা দিল বিভিন্ন ব্যাংক l পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আই ডি বি ডি আই, ব্যাংক অফ বারোদা, কানাড়া ব্যাংক আগামী তিন মাস কোনো সুদ নিচ্ছে না বলে ঘোষণা করেছে l সূত্রের খবর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও ঘোষণা করবে l

ব্যাংক গুলির ঘোষণা করে যে কাল ব্যাংক খোলা থাকবে শুধু তাঁদের অভ্যান্তরিন হিসেব নিকেশের জন্যে গ্রাহক সেবা আগামীকাল বন্ধ থাকবে অ্যানুয়াল ব্যাংক ডে হিসেবে l

২ রা এপ্রিল থেকে পুনরায় ব্যাংক গ্রাহকদের জন্য খুলে দেওয়া হবে l

Ad Code