RBI গভর্নর করোনা মহামারীর কথা ভেবে সমস্ত ব্যাংকের কাছে আবেদন করেন আগামী তিন মাস যেন সমস্ত রকম ঋণের সুদ ব্যাংক গুলি না নেয় l সেই আবেদনে সারা দিল বিভিন্ন ব্যাংক l পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আই ডি বি ডি আই, ব্যাংক অফ বারোদা, কানাড়া ব্যাংক আগামী তিন মাস কোনো সুদ নিচ্ছে না বলে ঘোষণা করেছে l সূত্রের খবর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও ঘোষণা করবে l
ব্যাংক গুলির ঘোষণা করে যে কাল ব্যাংক খোলা থাকবে শুধু তাঁদের অভ্যান্তরিন হিসেব নিকেশের জন্যে গ্রাহক সেবা আগামীকাল বন্ধ থাকবে অ্যানুয়াল ব্যাংক ডে হিসেবে l
২ রা এপ্রিল থেকে পুনরায় ব্যাংক গ্রাহকদের জন্য খুলে দেওয়া হবে l
Social Plugin