সর্বভারতীয় পরীক্ষাগুলির পরিবর্তিত তারিখ ঘোষণা NTA এর

 করোনা ভাইরাসের ভয়াবহতায় দেশজুড়ে যার হয় ২১ দিনের লকডাউন। স্বাভাবিকভাবেই স্থগিতাদেশ জারি হয় সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষায়। তাই জাতীয় পরীক্ষা সংস্থা (NTA) বিজ্ঞপ্তি জারি করে স্থগিত হওয়া পরীক্ষাগুলির পরিবর্তিত/বর্ধিত তারিখ ঘোষণা করলো।
সংস্থাটি বিজ্ঞপ্তিতে এও জানায়, বিভিন্ন পরীক্ষার অনলাইনে আবেদন করা যাবে সংস্থাটির নিজস্ব ওয়েবসাইট www.nta.ac.in এ। আবেদনের সময় বিকেল ৪টা পর্যন্ত এবং পরীক্ষা ফি নেওয়া হবে রাত ১১.৩০ টা পর্যন্ত। আবেদনকারীরা ফি জমা করতে পারবেন Credit/Debit Card/Net Banking/. UPI এবং PAYTM এর মাধ্যমে।
সংস্থাটি জানিয়েছে ১৫ এপ্রিলের পরে পরিস্থিতি পর্যালোচনা করে এডমিট কার্ড ডাউনলোড করার তারিখ বিভিন্ন পরিক্ষার। নিজস্ব ওয়েবসাইটে ও www.nta.ac.in তে দিয়ে দেওয়া হবে। পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না হয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে লক্ষ রাকাহর জন্য অনুরোধ করা হয়েছে সংস্থাটির তরফ থেকে। এছাড়াও জরুরি ভিত্তিতে নীচের নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন-
8287471852,  8178359845,  9650173668,  9599676953, 88823568033