করোনা ভাইরাসে জেরে গোটা দেশে লকডাউন চলছে । এই পরিস্থিতিতে সরকারের তরফে বিদ্যুত্ সংস্থাগুলির জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা করা হয়েছে । এর জেরে দেশবাসী ২৪ ঘণ্টা বিদ্যুত্ পরিষেবার (electricity service) সুবিধা যেমন পাবেন তেমনই-
1. বিল দিতে দেরি হলে কোনও বাড়তি চার্জ নেওয়া হবে না গ্রাহকদের থেকে ।
2. সরকারের তরফে জানানো হয়েছে বিদ্যুত্ উপভোক্তরা আগামী তিন মাস পর্যন্ত বিল দিতে হয়তো পারবেন না । এর জেরে বিদ্যুত্ সংস্থাগুলির কাছে ক্যাশের কমতি দেখা দিতে পারে। এর জন্য বিদ্যুত্ সংস্থার জন্য আর্থিক সাহায্যের প্যাকেজ ঘোষণা করা হয়েছে ।
3.করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে ২১ দিনের লকডাউন । এর জেরে ব্যবসা ও অফিস প্রায় সমস্তই বন্ধ রাখা হয়েছে । স্বাভাাবিক ভাবেই সংস্থাগুলিকে ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। এর জন্য সরকারের তরফে গত তিন দিনে বেশ কয়েকটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে । বিনামূল্যে রেশন থেকে হোম লোন, গাড়ির লোন, ক্রেডিট কার্ড ও ইএমআই দেওয়ার সময়সীমা বাড়ানোর মতো একাধিক ছাড় ঘোষণা করা হয়েছে । CERC বিদ্যুত্ ডিস্ট্রিবিউশন সংস্থাদের উপর লেট চার্জ ও সরচার্জ নেবে না বলেই জানানো হয়েছে। সহজ ভাষায় ডিস্ট্রিবিউশন সংস্থা গ্রাহকদের থেকেও লেট চার্জ নিতে পারবে না ।
ইতিমধ্যে রাজ্য বিদ্যুৎ দপ্তর (wbsedcl) বর্তমান পরিস্থিতিতে যেমন ডিজিটাল মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার ব্যবস্থা করেছে তেমনি ২৪-৩১ মার্চের মধ্যে যারা বিল জমা দিতে পারবেন না, তাদের জন্য ৯ এপ্রিল পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে।
1. বিল দিতে দেরি হলে কোনও বাড়তি চার্জ নেওয়া হবে না গ্রাহকদের থেকে ।
2. সরকারের তরফে জানানো হয়েছে বিদ্যুত্ উপভোক্তরা আগামী তিন মাস পর্যন্ত বিল দিতে হয়তো পারবেন না । এর জেরে বিদ্যুত্ সংস্থাগুলির কাছে ক্যাশের কমতি দেখা দিতে পারে। এর জন্য বিদ্যুত্ সংস্থার জন্য আর্থিক সাহায্যের প্যাকেজ ঘোষণা করা হয়েছে ।
3.করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে ২১ দিনের লকডাউন । এর জেরে ব্যবসা ও অফিস প্রায় সমস্তই বন্ধ রাখা হয়েছে । স্বাভাাবিক ভাবেই সংস্থাগুলিকে ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। এর জন্য সরকারের তরফে গত তিন দিনে বেশ কয়েকটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে । বিনামূল্যে রেশন থেকে হোম লোন, গাড়ির লোন, ক্রেডিট কার্ড ও ইএমআই দেওয়ার সময়সীমা বাড়ানোর মতো একাধিক ছাড় ঘোষণা করা হয়েছে । CERC বিদ্যুত্ ডিস্ট্রিবিউশন সংস্থাদের উপর লেট চার্জ ও সরচার্জ নেবে না বলেই জানানো হয়েছে। সহজ ভাষায় ডিস্ট্রিবিউশন সংস্থা গ্রাহকদের থেকেও লেট চার্জ নিতে পারবে না ।
ইতিমধ্যে রাজ্য বিদ্যুৎ দপ্তর (wbsedcl) বর্তমান পরিস্থিতিতে যেমন ডিজিটাল মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার ব্যবস্থা করেছে তেমনি ২৪-৩১ মার্চের মধ্যে যারা বিল জমা দিতে পারবেন না, তাদের জন্য ৯ এপ্রিল পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে।
Social Plugin