গত ১৮ই মার্চ নির্দেশিকা জারি করে দিনহাটা মহকুমা শাসকের করণ থেকে সকল টিউশন, কোচিং সেন্টার, জিম, যোগ সেন্টার, সঙ্গীত ও নৃত‍্য প্রতিষ্ঠান, লাইব্রেরি ও সকল প্রকার পাবলিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাথে সাথে কম্পিউটার সেন্টার, উৎকর্ষ বাংলা কেন্দ্র, ড্রাইভিং ট্রেনিং স্কুলসহ সকল প্রশিক্ষন সেন্টার, সংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, মেলা, টুর্নামেন্ট ইত‍্যাদি ইভেন্ট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

এরপর এদিন, দিনহাটা মহকুমা শাসকের করণ থেকে মহকুমার সকল রেস্টুরেন্ট, বার, পাব, পার্লার ইত‍্যাদি বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হল। আগামি ২২ই মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে নির্দেশিকায়। এসডিও দিনহাটা ফেসবুক হ‍্যান্ডেলে সেই তথ‍্য পোস্ট করেছে। 

যদি কোনো ব‍্যক্তি আইন লঙ্ঘন করে তবে আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।