Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুর্ঘটনায় অল্টো, গুরুতর আহত ৩, আশঙ্কাজনক ১

আজ ৩টার দিকে দিনহাটার বুড়িরহাটে রাইস মিলের সামনে একটি অল্টো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে , একটি বাইককে সাইট দিতে এই বিপত্তি। দুর্ঘটনার সময় অল্টোতে ড্রাইভার সহ চারজন যাত্রী ছিল। পেছনের সিটে বসে থাকা এক যাত্রী গুরুতর আহত বলে জানা গেছে। চারজনকেই দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  আহত ব্যক্তিরা কোয়ালিদহ এলাকার বলে উপস্থিত লোকজন জানিয়েছেন। 


প্রসঙ্গত, বিগত মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বলরামপুর রোডে আজকের দুর্ঘটাগ্রস্থ স্থানে সংস্কারের কাজ শুরু হয়। যা প্রাথমিক অবস্থায় কাজের পর এখনো সম্পূর্ণ রূপে সংস্কার হয়নি। ফলে সমস্ত রাস্তায় গুড়া পাথরে ভরে গেছে। রাস্তার এমন অবস্থা দূর্ঘটনার কারণ হতে পারে বলে  উপস্থিত লোকজন জানিয়েছেন।   

বিস্তারিত আসছে ... 

Ad Code