Latest News

6/recent/ticker-posts

Ad Code

সেভ জলঙ্গীর আয়োজনে বসন্তে নদী বাঁচুক


প্রীতম ভট্টচার্য্যঃ 

জলের রঙ নীল,আকাশের রঙও নীল, গাছের রঙ সবুজ, আর বসন্তের রঙ?  বসন্তের নানা রঙে রাঙাতে আজ ৬ ই মার্চ ২০২০ সেভ জলঙ্গীর আয়োজনে বসন্তে নদী বাঁচুক। 

স্কুল কলেজের ছাত্রছাত্রীরা নদী পাড়ে হাতে এঁকে দিলো নদী বাঁচানোর বার্তা। ছাত্রছাত্রীদের নিয়ে ছিলো জল পরীক্ষার কর্মসূচী, ছিলো টুসু কে কেন্দ্র করে ধামসামাদল সহকারে নৃত্য, অনুষ্ঠানে উপস্থিত সকল মানুষকে নিয়ে নদী বাঁচানোর শপথবাক্য পাঠ। 


সমস্থ স্কুলের  ছাত্রছাত্রীদের পাশাপাশি, উপস্থিত ছিলো কৃষ্ণনগর শহরের অনেক মানুষজন। এছাড়াও মুকবধির ছাত্রছাত্রীদের অংশগ্রহন ছিলো চোখে পড়ার মতো।

মহিলাদের অলংকারেও ছিলো নদী বাঁচানোর ডাক। বসন্তে সকল মানুষের উপস্থিতি দূষিত জলঙ্গী নদী কে  বেরঙীন থেকে রঙীন করে তুললো।

Ad Code