Latest News

6/recent/ticker-posts

Ad Code

চিকিৎসক ও নার্সের অভাব দূর করতে দু'বছর বেশি কাজে বহাল রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

pic source: znews

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই মুহূর্তে বিভিন্ন সার্ভিস মিলিয়ে রাজ্যের হাতে মাত্র ১২,৫০০-এর মতো চিকিৎসক রয়েছেন। যা অনুমোদিত পদের তুলনায় অনেকটা কম। শূন্যপদের সংখ্যা কয়েক হাজার তো হবেই। নার্সিং সার্ভিসের ক্ষেত্রেও ছবিটা এক। যেখানে অনুমোদিত পদের সংখ্যা ৫৩,৭১২, সেখানে রাজ্যের হাতে রয়েছেন ৪৪,১৭১ জন।

ফলে রাজ্যের সরকারি চিকিৎসক ও নার্সের অভাব ক্রমশ বাড়ছে। তা কাটাতে অবসরের পর সরকারি চিকিৎসক ও নার্সদের আরও দু’বছর কাজে রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার কালিয়াগঞ্জে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে এই আকাল মেটানোর আর্জি জানান জনপ্রতিনিধিরা। তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জানান, অবসরের বয়স পার হলেও সরকারি চিকিৎসক ও নার্সদের আরও দু’বছর কাজ চালিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে মূল শর্ত হচ্ছে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের যোগ্য ও শারীরিকভাবে সক্ষম হতে হবে।

Ad Code