Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যে শিক্ষক নিয়োগে ইংরেজি মাধ্যমকে বিশেষ গুরুত্ব !




ইতিমধ্যে রাজ্য শিক্ষা দপ্তর ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ের উপর গুরুত্ব দিয়েছে। আর এবার ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলিতে যাতে ইংরেজি জানা বিষয়ভিত্তিক শিক্ষকের জোগান ঠিক থাকে তাই নিয়োগের ক্ষেত্রে ইংরেজি মাধ্যমকে আলাদা গুরুত্ব দেওয়া হবে বলে সূত্রের খবর। 

বিগত যেসমস্ত শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল সেখানে ইংরেজি মাধ্যমে পড়ে আসা আবেদনকারীদের সে রকম ভাবে কিছু আলাদা সুযোগ ছিল না, সরকার পোষিত এবং সাহায্য প্রাপ্ত স্কুলের জন্য । যদিও সরকারি স্কুলে ইংরেজি মাধ্যমে পরে আসা আবেদনকারীদের আবেদন করতে পারতো শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কিন্তু সেই শিক্ষক নিয়োগ পরীক্ষা PSC(পাব্লিক সার্ভিস কমিশন) শেষবারের মতন নিয়েছিল ২০১৫ সালে।  

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222


ফলে ওই সমস্ত স্কুলে ইংরেজিতে সাবলীল ভাবে পড়ানোর মতো শিক্ষক-শিক্ষিকার সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই যাতে এবার সেই সমস্যায় না পড়তে হয় সেদিকে নজর দিয়ে যে সমস্ত শিক্ষক নিয়োগ পরীক্ষা ভবিষ্যতে হবে সেখানে ইংরেজি মাধ্যমে পড়ে আসা চাকরিপ্রার্থীদের বিশেষ  সুযোগ দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। 

Ad Code