বামফ্রন্ট সরকারের শিক্ষানীতির অদূরদর্শিতা। পশ্চিমবঙ্গের একাধিক স্কুলে ছাত্র-শিক্ষক অনুপাত তথৈবচ। তাই এই অনুপাতে ভারাসাম্য আনতে শিক্ষক নিয়োগ করছে রাজ্য। সোমবার বিধানসভায় এমন দাবি করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।




বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষার মানন্নয়নে ছাত্র-শিক্ষক অনুপাতে ভারসাম্য আনা আগে জরুরি। এটা বেশ ভালো বুঝতে পারছে শিক্ষা দফতর। তাই সেই প্রয়োজন মেটাতে দাবি মেনে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। 

এদিন তৃণমূল বিধায়ক নার্গিস বেগমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, রাজ্যের মোট ১১১ টি সরকারি ও সরকারের অনুদানে চলা স্কুলকে ইংলিশ মিডিয়ামে উত্তীর্ণ করা হয়েছে। আরও কয়েকটি স্কুল এই তালিকায় অন্তর্ভুক্ত হবে। আগে যে স্কুলগুলো উত্তীর্ণ হয়েছে, তাদের সাফল্যের হার দেখে পরের স্কুলগুলোকে তালিকাভুক্ত করা হবে।