![]() |
source: hero alam fb page |
সামাজিক যোগাযোগ মাধ্যমের সেনসেশন বাংলাদেশি তারকা হিরো আলম । আসল নাম আরশাফুল হোসেন । এতদিন তাঁকে হিরো রূপে দেখে এসেছে দর্শক। কিন্তু এবার ছবি প্রযোজনায় নামতে চলেছেন তিনি। নাম ‘সাহসী হিরো আলম ।’ ইতিমধ্যেই সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়ে গিয়েছে ছবিটি।
আর এই খবরটি নিজেই প্রকাশ্যে এনেছেন হিরো আলম। তিনি বলেন, ‘কোনও আলোচনা-সমালোচনা আমাকে আটকাতে পারেনি। আনকাট ছাড়পত্র পেয়েছে আমার ছবি। সব ঠিক থাকলে, আগামী ২৭ মার্চ এটি মুক্তি দেওয়া হবে।’
এর আগে, ‘সাহসী হিরো আলম’ ছবিটি ভ্যালেন্টাইনস ডেতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরে তা পিছিয়ে যায়। এর কারণ জানতে চাইলে হিরো আলম বলেন, ‘প্রথমে চেয়েছিলাম, ভালোবাসা দিবসে এটি মুক্তি দেব। কিন্তু হল বুকিং পাইনি বলে ছবির মুক্তির তারিখ পেছানো হয়েছে। আমি মনে করি, আমার ছবি মানুষ দেখবেই। কারণ আমার প্রতি মানুষের ভালোবাসা আছে।’
‘সাহসী হিরো আলম’ ছবিতে হিরো আলমের বিপরীতে অভিনয় করেছেন তিন নায়িকা- সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরত জাহান। ছবিটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেতৃবাদি।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
Social Plugin