![]() |
pic source: india today |
উত্তপ্ত রাজধানী। উত্তর-পূর্ব দিল্লীতে হিংসার সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে পক্ষে ও বিপক্ষের সহিংসতার জেরে ২১জন প্রাণ হারিয়েছে। এছাড়াও, শতাধিক মানুষ আহত। এমনকি সাংবাদিকরাও আক্রান্ত হয়েছে। একজন সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছে।
এই পরিস্থিতিতে কংগ্রেসের সদর দফতর আকবর রোডে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। সেই বৈঠকেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি দিল্লী হিংসা নিয়ে সরব হন। তিনি প্রশ্ন তোলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায়? গত একসপ্তাহ ধরে উনি কী করছেন? চলতি সপ্তাহেই বা উনি কোথায় ছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রী যখন দেখলেন পরিস্থিতি হাতের বাইরে, তখন আধা-সামরিক বাহিনী কেন ডাকলেন না?"
তাঁর দাবি, "হিংসা ছড়িয়ে পড়া, মৃত্যু মিছিল এই ঘটনার জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী। তাই কংগ্রেস পার্টি তাঁর পদত্যাগ দাবি করছে।"
সভানেত্রী সোনিয়া গান্ধি ছাড়াও সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, একে অ্যান্টনি, গুলাম নবি আজাদ-সহ অন্য নেতৃত্ব।
এদিকে, এই ঘটনার চারদিন পর টুইট করে শান্তি বজায়ের আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শান্তি ও সম্প্রীতি, দেশের কেন্দ্রীয় আবেগ, টুইটে স্পষ্ট করেন মোদি।
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK |
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK |
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com |
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222 |
Social Plugin