![]() |
pic source: indiatoday |
মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে নানা চেষ্টা করলেও প্রশ্নফাঁস রুখতে কিছুটা ব্যর্থ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ১২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা। ৩ মার্চ রাজ্যের ৫৬ টি কেন্দ্র থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট বিতরণ করবে সংসদ। এবার, উচ্চমাধ্যমিকে সংসদ প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে সংসদের সভাপতি মহুয়া দাস।
মহুয়া দাস ইঙ্গিত দিয়েছেন, প্রশ্নফাঁস কান্ডে যুক্ত থাকা পরীক্ষার্থী আর কোনওদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না। সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হবে।
হোয়াটাস অ্যাপে প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপ নিল সংসদ। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে একজন করে অতিরিক্ত শিক্ষক রাখার সিদ্ধান্ত নিয়েছে সংসদ। যিনি নজরে রাখবেন কেউ মোবাইল ব্যবহার করছে কিনা।
মোবাইল ধরা পড়লে পরীক্ষা বাতিল করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও মোবাইল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। যদি ভুলবশত কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী মোবাইল নিয়ে আসে তবে প্রধান শিক্ষকের নিকট জমা রাখতে পারবে।
পরীক্ষাকেন্দ্রে মিডিয়ার প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
Social Plugin