সকল অপেক্ষার অবসান শেষে ২১ ফেব্রুয়ারি শুভমুক্তি পেতে চলেছে Painting In the Dark
উত্তরবঙ্গ তথা কোচবিহারের উদীয়মান অভিনেতা রাশেদ রহমান ও অভিনেত্রী শায়ন্তি চ্যাটার্জী অভিনীত ও কলকাতার নতুন পরিচালক সত্যজিৎ দাস পরিচালিত Painting In the Dark সকল অপেক্ষার অবসান শেষে আগামী ২১শে ফেব্রুয়ারি শুক্রবার শুভমুক্তি পেতে চলেছে বাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহে। সিনেমাটি শুভমুক্তির আগেই বিভিন্ন ফিল্ম ফেস্টিভাল এ প্রদর্শিত হয় এবং জনসাধারনের মাঝে ভীষণ ভাবে সারা জাগিয়ে তোলে। এমনকি সিনেমাটি বিভিন্ন ফিল্ম ফেস্টিভাল এর মাধ্যমে নানা ধরণের পুরস্কারও লাভ করে।
শুভমুক্তির আগেই ছবির পোষ্টারে সেজে উঠেছে শহর কলকাতা। চিত্রকরের অন্ধকার ও আলোর বিভিন্ন দিক নিয়ে একটি ন্তুন দিক দেখা যাবে এই সিনেমাটিতে।
সিনেমার মুখ্যচরিত্রে রয়েছে অভিনেতা রাশেদ রহমান ও অভিনেত্রী শায়ন্তি চ্যাটার্জী এবং পার্শ্বচরিত্রে যাদের দেখা যাবে তারা হলেন শ্রীলা ত্রিপাঠী, সুরজিত মাইতি, বিশ্বজিৎ ঘোষ, নিলঞ্জন রুদ্রা এবং বাল্য চরিত্রে রয়েছে অর্জুন চক্রবর্তী।
পরিচালনায় সত্যজিৎ দাস, পরিবেশনায় ভুবনেশ্বর দে, সঙ্গীত পরিচালনায় রয়েছেন রাজদীপ দাসগুপ্ত, সঙ্গিতে পায়েল কুন্ডু, চিত্রনাট্য সমির মন্ডল ও কৌশিক বিট, সিনেমাটোগ্রাফার সুরদেব চ্যাটার্জী এবং সম্পাদনায় রয়েছেন শিবম সামন্ত।
Social Plugin