ডায়মন্ডহারবারে ছোট হাতি উল্টে গুরুতর জখম ১৫ জন

রবীন মজুমদার, দক্ষিণ24পরগনা: একটি ছোট হাতি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে জখম হয় ১৫ জন। এদের মধ্যে ১০ জন মহিলা এবং ৪ জন শিশু।

ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার থানার ঝিঙের পোল এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে গড়িয়ার বোড়াল এলাকা থেকে ২৭ জনের দল ২ টি ছোট হাতি করে পিকনিক করতে যাচ্ছিল বকখালিতে।

এদিন সকাল ৬ টায় বকখালিতে যাওয়া সময় হঠাৎই একটি ছোট হাতি ঝিঙের পোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।গুরুত্বর জখম হয় ১৫ জন। পিকনিক দলের পিছনে থাকা আরও একটি ছোট হাতির লোকজন জখমদের উদ্ধার করে কলকাতা এস এস কে এম হাসপাতালে নিয়ে যায়। জখমদের মধ্যে ৩ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক। আইসিইউ টমাক সেন্টারে তাদের চিকিৎসা চলছে।বাকীরা চিকিৎসাধীন।

পুলিশ জানান বোড়াল থেকে ২ টি ছোট হাতি করে পিকনিকের দল পিকনিক করতে যাচ্ছিল বকখালি। সেই সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট হাতি গাড়ি উল্টে গেলে বেশ কয়েকজন জখম হয়। এদের মধ্যে মহিলা ও শিশু আছে। জখমরা কলকাতা এস এস এমকে হাসপাতালে চিকিৎসাধীন।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।