Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাজেটে চাকুরি প্রার্থীদের জন্য সুখবর, আমূল পরিবর্তনের ইঙ্গিত




অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এর বাজেটে একদিকে বেশ কিছু পণ্যের দাম যেমন কমেছে তেমনি বেশ কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। তবে, এই বাজেটেই চাকুরিপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর। এখন থেকে ব্যাঙ্ক অথবা অন্য ক্ষেত্রে নন গেজেটেড চাকরির জন্য আলাদা আলাদা পরীক্ষায় না বসে একটি পরীক্ষা দিয়েই যে কোনও সরকারী চাকরির জন্য আবেদন করা যাবে।

বাজেট নিয়ে বক্তব্য দেওয়ার সময় নির্মলা জানিয়েছেন, অনলাইনে একটি কমন পরীক্ষা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার একটি ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি গঠন করা হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা কেন্দ্র সরকারের যেকোনো ননগেজেটেড পদে আবেদন করতে পারবে। নির্মলা বলেন, এখন যে পক্রিয়ায় পরীক্ষা চলে তার ফলে বাড়তি সময় ও অর্থ দুইই খরচ বাড়ছে। নতুন ব্যবস্থায় এই সমস্যা থেকে মুক্তি পাবে প্রার্থীরা। 

তিনি আরও বলেন, দেশের প্রতিটি রাজ্যের সব জেলাই এই অনলাইন পরীক্ষা কেন্দ্র গড়ে তোলা হবে। অত্যন্ত প্রতিটি জেলায় একটি করে কেন্দ্র তৈরি হবে। সেখান থেকেই প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবে। এর ফলে পরীক্ষা কেন্দ্রে যাতায়তের ক্ষেত্রে সময় ও খরচ উভয়ই কমবে। 

এরকম বাজেটে চাকরিপ্রার্থীরা বেশ উপকৃত হবে বলে মনে করছে বিশিষ্ট মহল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code