![]() |
pic source:rediff |
টি-২০ ক্রিকেট বিশ্বকাপে দারুন ছন্দে ভারতীয় মেয়েরা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর আজ দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল হরমনপ্রীতরা। আজ বাংলাদেশকে ১৮ রানে হারিয়ে নক-আউটের রাস্তা আরও কিছুটা প্রশস্ত করলেন তারা।
সোমবার পার্থে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ভারত থামে ১৪২-৬-এ। আজ ব্যাটিং নিয়ে চিন্তা থেকে গেলো টিম ম্যানেজমেন্টের। ভারতের হয়ে সর্বোচ্চ ব্যাক্তিগত রান আসে ওপেনার শাফালি ভর্মার ব্যাট থেকে (১৭ বলে ৩৯ রান)। তিন নম্বরে নামা জেমিমা রডরিগেজ করেন ৩৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১২৪-৮-এ শেষ হয় বাংলাদেশের ইনিংস। ওপেনার মুর্শিদা খাতুন ৩০ রান করেন। সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন নিগার সুলতানা। ভারতের হয়ে এদিন তিনটি উইকেট নেন পুনম যাদব। দু'টি করে উইকেট নেন শিখা পাণ্ড্যে ও অরুন্ধতি রেড্ডি।
মূলত বোলারদের দাপটেই ১৮ রানে ম্যাচ জিতে নেয় ভারত।
Social Plugin