ভারতের সংগীত রিয়ালিটি শো এর অন্যতম শো ইন্ডিয়ান আইডল, প্রত্যেক সিজিনেই সারা ভারত থেকে উঠে আসে প্রতিভা, যা সংগীত প্রিয় ভারতবাসীর মন জয় করে যায় l 

প্রত্যেক প্রতিযোগীর জীবন কাহিনী শোনা যায় এই শো তে l কিন্তু এবার ছিল একদম অন্য রকম, প্রথম থেকেই সবার দৃষ্টি আকর্ষণ করেছিলো পাঞ্জাবের সানি সিং l 

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222

সানি ইন্ডিয়ান আইডল এ আসার আগে রেল পাল্টফর্মে জুতো পালিশ করে দিনগুজরান করতো, তার মা মেলায় গ্যাস বেলুন বিক্রি করে সংসার চালাতেন l 

গান শিখবে কী করে যখন সংসার চালানোই দুঃসহ,  তাই শুনে শুনে সে প্রতিদিন রেয়াজ করতো l ইন্ডিয়ান আইডল সিজিন 11 এর ট্রফি জিতে নিল সানি l পুরস্কার হিসেবে পেলেন 25 লাখ টাকা, টাটা কোম্পানির একটি গাড়ি ও টি সিরিজ এ গান গাওয়ার সুযোগ l