![]() |
প্রতীকী ছবি |
জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে 24 জন পুরুষ কাউন্সিলর ও অন্যান্য পদের জন্যে বিজ্ঞপ্তি জারি করলো দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর l
সম্পূর্ণ চুক্তি ভিত্তিক 24 টি পদের আবেদন করার তারিখ 17/01/2020 থেকে 03/02/2020 মধ্যরাত্রি পর্যন্ত l
কিভাবে আবেদন করবেন - প্রথমে http://www.ddinajpur.nic.in এই সাইড এ নিজের সম্পূর্ণ বায়োডাটা দিয়ে অনলাইন আবেদন করতে হবে, আবেদন পত্র প্রিন্ট করে নেবেন, সেই আবেদন পত্রের সাথে আপনার যোগ্যতার প্রমানপত্র সবগুলি স্বপ্রত্যায়িত করে নিচের ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট এ 10/02/2020 তারিখ বিকাল 5 টার মধ্যে পৌঁছাতে হবে -
To,
Chief Medical Officer of Health,
Balurghat,
Dakshin Dinajpur,
Pin 733101
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊