বিখ্যাত গ্রিক ঐতিহাসিক হেরোডটাস-এর লেখা Histories গ্রন্থের তৃতীয় অধ্যায়ে বর্ণিত হয়েছে কীভাবে ভারতে পিপড়ে বালি থেকে সোনার খন্ড তুলে আনছে। হেরোডাটেসের বর্ণিত এই গল্প পড়ে বহু ঐতিহাসিক সেই উৎস বা জায়গা আবিষ্কার চেস্টা করে গেলেও ব্যর্থ হতে হয়েছে বারবারই। তারপরেও, সরকারি ও বেসরকারিভাবে খনন কার্য চালিয়ে যাওয়া হচ্ছে। ধীরে ধীরে মিলেছে বহু সোনার খনির সন্ধান।
এবার, সোনার খনির সন্ধান পাওয়া গেলো উত্তরপ্রদেশের সোনভদ্র জেলায়। প্রশাসন সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ঐ জেলার বিভিন্ন জায়গায় খনন কার্য চালানো হচ্ছিল।
বৃহস্পতিবার এবিষয়ে সোনভদ্র জেলার খনি সংক্রান্ত বিভাগের আধিকারিক কে কে রাই বলেন, ‘সোনভদ্র জেলার সোনাপাহাড়ি এবং হারদি এলাকায় দুটি সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে পাওয়া রিপোর্ট অনুযায়ী, সোনাপাহাড়িতে ২ হাজার ৭০০ মিলিয়ন টন ও হারদি এলাকায় ৬৫০ মিলিয়ন সোনা রয়েছে। বর্তমানে সরকারের পক্ষ থেকে ওই সোনার খনি দুটি মাইনিংয়ের জন্য লিজে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। খুব তাড়াতাড়ি ই-টেন্ডার জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।’
সূত্রের খবর, সম্প্রতি এই এলাকার দুই জায়গায় মাটির তলায় টন টন সোনার তালের সন্ধান পাওয়া গেছে। এবিষয়ে এলাকার মানুষদের উন্মাদনা দেখা যাচ্ছে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ভিড় জমাচ্ছে প্রচুর মানুষ। দূরদুরান্তের মানুষ হাজির হয়েছে সোনার খনি স্বচক্ষে দেখার জন্য।
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK |
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK |
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com |
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222 |
Social Plugin