ছবি- টিওআই
সাত বছর আগে গ্রেফতার হওয়া সারদা কান্ডের অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায় জামিনের আশায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সিবিআই দেবযানীর বিরুদ্ধে আরসি৪, আরসি৫ ও আরসি৬ এই তিনটি মামলা করেছে। যার মধ্যে আরসি৪ ও আরসি৫ এ জামিন পেয়ে গেছে আগেই। এখন শুধু আরসি৬ মামলায় জামিন পাওয়া বাকি। 

দেবযানীর আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, "সিবিআই তাঁর মক্কেলের বিরুদ্ধে ৪০৯ ধারায় মামলা করেছে। এই ধারায় বলা হয়েছে, সাধারণ মানুষের টাকা নিয়ে সরকারি আধিকারিকেরা যদি নয়ছয় করেন, তা হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। কিন্তু দেবযানী তো আর সরকারি অফিসার নন! এ কথা জানিয়েই আমরা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে জামিনের আবেদন করেছি"।

এই আবেদনের ভিত্তিতে বিচারপতিরা ২৭শে ফেব্রুয়ারি সিবিআইয়ের আইনজীবীকে আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছেন। সিবিআইয়ের ৪০৯ ধারায় মামলা অনুযায়ী বড়জোর ৭ বছর কারাবাসের সংস্থান হতে পারে। দেবযানী ইতিমধ্যে ৬ বছর ১০ মাস জেলে কাটিয়েছেন। 

আরসি৬-এ জামিন পেলে দেবযানী জেল থেকে ছাড়া পাবে কিনা এবিষয়ে দেবযানীর আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, সিবিআই ভুবেনশ্বরে ও ইডি গুয়াহাটিতে দেবযানীর বিরুদ্ধে একটি করে মামলা করেছে। আপাতত জেল থেকে ছাড়া পেতে হলে ঐ দুটো মামলাতেও দেবযানীকে জামিন পেতে হবে। 

প্রসঙ্গত, ২০১৪ সালের ২২ই অক্টোবর শেষবার দেবযানীকে জেলে জেরা করা হয়। এরপর আর তাঁকে জেরা করা হয়নি। এমনকি এই মামলার বিচারও শুরু হয়নি।
আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222