Pic source: india today
রবিবার থেকে ছড়ানো হিংসায় উত্তপ্ত রাজধানী। এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৩৪জন প্রাণ হারিয়েছেন। এর মধ‍্যে রয়েছে দিল্লী পুলিশ কন্সেটবল রতন লাল ও আইবি আধিকারিক শর্মা। এছাড়াও, অস্ত্রসহ জনতার হাতে কাবু হতে হয়েছে প্রায় শতাধিক মানুষকে ও গুলিবিদ্ধ হয়েছে একজন সাংবাদিকও। এই পরিস্থিতির মধ‍্যে দিল্লীর হিংসা নিয়ে মুখ খুললেন তামিল সুপারস্টার রজনিকান্ত। বুধবার সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি বলেছেন, প্রথম থেকেই এই ধরণের হিংসা-প্রতিবাদ শক্ত হাতে দমন করতে হতো। কেন্দ্রীয় গোয়েন্দারা ব্যর্থ। আমি কেন্দ্র সরকারের ভুমিকার তীব্র নিন্দা করছি। "গোয়েন্দা ব্যর্থতা মানে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়বদ্ধতা।"

এদিন সংশোধিত নাগরিকত্ত্ব আইন প্রসঙ্গে তিনি বলেন, "সিএএ-তে কেউ ক্ষতিগ্রস্থ হলে সবার আগে আমি তাঁর পাশে গিয়ে দাঁড়াব। কিন্তু কেউ কেউ এটা প্রচার করার চেষ্টা করছেন আমি বিজেপির মুখপত্রের মতো কথা বলছি। এটা শুনে আমি খুব মর্মাহত। আমি শুধু সত্যিটাই বলেছি"। তবে এই আইন বিলোপের কোনও সম্ভাবনা নেই, এদিন এই দাবিও করেছেন রজনিকান্ত।