NRC-CAA-NPR এর বিরুদ্ধে আন্দোলনকারী এবং উত্তর পূর্ব দিল্লির মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর দিল্লি পুলিশের প্রত্যক্ষ মদতে গেরুয়া ধ্বযাধারি গুন্ডা বাহিনীর বর্বর আক্রমণকে তীব্র ধিক্কার জানিয়ে আজ AIDSO রাজ্য কমিটির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত হয় কলকাতার কলেজস্ট্রিট এলাকায়। কলকাতা বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এর সামনে বিক্ষোভ সভার পর কলেজ স্ট্রীট মোড় অবরোধ করা হয়। বক্তব্য রাখেন রাজ্য সভাপতি কমরেড সামসুল আলম, কলকাতা জেলা সভাপতি কমরেড সুমন দাস, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অনুরাধা ওঝা প্রমুখ।


ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, পুলিশি নিষ্ক্রিয়তার উপযুক্ত তদন্ত ও শাস্তির দাবির পাশাপাশি যে সকল মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এগিয়ে এসে আক্রান্তদের আশ্রয় দিয়েছেন তাদের AIDSO-এর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানানো হয়।


দেশ রাজধানী জুড়ে গড়ে ওঠা সাম্প্রদায়িক দাঙ্গার  প্রতিবাদে সমস্ত মানুষকে বিশেষত ছাত্রসমাজকে  এগিয়ে আসার জন্য AIDSO এর নেতৃত্বের পক্ষে আহ্বান জানানো হয়।