Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিখিলবঙ্গ শিক্ষক সমিতি শতবর্ষে পদার্পণ উপলক্ষে কোচবিহার সদর মহকুমা-র বর্ণাঢ্য শোভাযাত্রা


নিখিলবঙ্গ শিক্ষক সমিতির শতবর্ষে পদার্পণ উপলক্ষে কোচবিহার জেলা শাখার কোচবিহার সদর মহকুমার বর্ণাঢ্য মিছিল আজ শহর পরিক্রমা করল। 

মিছিল শুরুর আগে এই ঐতিহ্যশালী সংগঠনের পতাকা উত্তোলন করে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির প্রাক্তন জেলা শাখার সম্পাদক শ্রী কুমুদ রঞ্জন পোদ্দার , শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদীতে মাল্যদান করেন জেলা শাখার প্রাক্তন সম্পাদক কুমুদ রঞ্জন পোদ্দার, শ্রী বিমল বসু, জেলা শাখার বর্ষিয়ান শিক্ষক আন্দোলনের নেতা রঞ্জন ভট্টাচার্য ,অনুপম দত্ত প্রমুখ। 

শহীদ বেদীতে মাল্যদান করেন বর্তমান কোচবিহার জেলা শাখার সম্পাদক শ্রী সুজিত দাস সভাপতি শ্যামলেন্দু দাস, জেলার সহ-সভাপতি খগেন্দ্রনাথ সরকার সৌমেন কান্তি দেবনাথ ,মহাকুমা সম্পাদক সজল দে, জেলা কোষাধক্ষ্য প্রদ্যুৎ দত্ত এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। 

মহাকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষক-শিক্ষিকাদের এই বর্ণাঢ্য মিছিলে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকের গায়ে বিভিন্ন দাবি-দাওয়া সম্মিলিত উপরে শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্যের অবসান  চেয়ে স্লোগান তোলেন সমস্ত শিক্ষক - শিক্ষিকা - শিক্ষাকর্মী বন্ধুরা এই বর্ণাঢ্য মিছিলে । 

সাধারণের বিদ্যালয় ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে সমস্ত স্তরের মানুষদের এগিয়ে আসতে বলেন সংগঠনের পক্ষথেকে। শিক্ষাকে বেসরকারিকরণ এবং বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে গর্জে ওঠে এই মিছিল । এই মিছিলে অঙ্গীকার করা হয় শ্রেণিকক্ষ কে আরো বেশি করে উজ্জ্বল করবার।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code