Latest News

6/recent/ticker-posts

Ad Code

পঞ্চদশ শিশুবিজ্ঞান উৎসব


কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর মাঠে ৬ ই ফেব্রুয়ারী থেকে ৯ই ফেব্রয়ারী (২০২০) পর্যন্ত চলছে শিশুবিজ্ঞান মেলা। 

পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ ও কৃষ্ণনগর বিজ্ঞানকেন্দ্রের উদ্যোগে পঞ্চদশ শিশু বিজ্ঞান উৎসব চলছে কৃষ্ণনগরে। মোট ২০ টি স্কুলের ছেলে মেয়েরা তাদের বিজ্ঞান বিষয়ক মডেল নিয়ে এই মেলায় অংশগ্রহন করেছে। 

দেশের বিজ্ঞান আন্দোলনের অন্যতম পুরোধা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্যসভাপতি সদ্যপ্রয়াত দিলীপকুমার বসু মহাশয়ের  স্মরণে এই বিজ্ঞান মেলা। দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত মডেল প্রদর্শণী এবং সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক  অনুষ্ঠান। 

স্কুলের ছেলেমেয়েরা নিত্যনতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিভিন্নরকম মডেল দিয়ে মানুষের আগ্রহ বাড়িয়ে তুলেছে এই মেলায়। বিজ্ঞান মেলা দেখার জন্য ছোটোদের আগ্রহ চোখে পড়ার মতো।

Ad Code