pic source: ndtv
দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে গতি আনা এবং অর্থনীতির পালে হাওয়া লাগাতে দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী কী পদক্ষেপ করেন সেদিকে নজর রয়েছে সবার। 

ক্রেতা চাহিদা বাড়াতে এবং বিনিয়োগে গতি আনতে পরিকাঠামোয় বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে ব্যক্তিগত করের হার কমাতে পারে কেন্দ্রীয় সরকার। 

'শিক্ষা খাতের জন্য ৯৯,৩০০ কোটি টাকার প্রস্তাব।''
''স্থাপিত হবে জাতীয় পুলিশ বিশ্ববিদ্যালয়।''
 ''জলজীবন মিশনের জন্য বরাদ্দ ১১,৫০০ কোটি টাকা।''
''স্বচ্ছ ভারত মিশনের জন্য বরাদ্দ ১২,৩০০ কোটি টাকা।''
''স্বাস্থ্য খাতে সরবরাহ ৬৯,০০০ কোটি টাকা।''
''কৃষি ও সেচের জন্য বরাদ্দ ২.৮৩ লক্ষ কোটি টাকা।''
''মাছের উৎপাদন ২০০ লক্ষ টন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব।''
 ''২০২০ সালের জন্য কৃষিঋণের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ১৫ লক্ষ কোটি টাকা।''
''বৃষ্টিবহুল অঞ্চলে সমন্বিত কৃষিকাজকে সম্প্রসারিত করতে হবে।'' 
''কৃষি উৎপাদনের জন্য 'কৃষি উদ্যান'।''
''ভারতীয় রেল আনতে চলেছে কিষান রেল।''
''সরকারের উচিত সারের সুষম ব্যবহারে উৎসাহ দেওয়া।'' 
২০ লক্ষ কৃষককে সৌর পাম্প দেওয়ার প্রকল্প।
PMAY-এর মাধ্যমে সবার জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন।


আপডেট আসছে