নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট এর আগে নিজের ক্রিকেট কেরিয়ার নিয়ে ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আর তিন বছর ক্রিকেটের সব ধরণের ফরম্যাটেই চুটিয়ে খেলবেন তিনি। তারপরই যেকোন একটি ফরম্যাটকে বিদায় জানাবেন কোহলি।
সামনে ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় ক্রিকেট দলের। পরের তিন বছরে দুটো টি টোয়েন্টি ও একটি ৫০ ওভারের বিশ্বকাপ খেলতে হবে ভারতকে। বিরাটের মন্তব্য থেকে বিশেষজ্ঞদের অনুমান, সেই ইভেন্টগুলোর পরেই কোহালি হয়তো যে কোনও একটি ফর্ম্যাট থেকে অবসর নেবেন।
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
কোহালির বয়স এখন ৩১। এই মুহূর্তে বিশ্বের অন্যতম ফিট ক্রিকেটারও তিনি। তাঁর কথায়, "প্রায় আট বছর ধরে আমি বছরে তিনশো দিন ক্রিকেট খেলে চলেছি। এর মধ্যে রয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, প্র্যাকটিস সেশন। আগামী দু’-তিন বছর পর আমার বয়স যখন ৩৪ বা ৩৫ হবে, তখন শরীর হয়তো এরকম ধকল নিতে পারবে না।"
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
Social Plugin