বিহারের এনআরসি হবে না। পাটনা বিধানসভায়  এই মর্মে রেসোলিউশন পাস করিয়ে দিল নীতীশ কুমারের সরকার। 

তবে এনপিআর বা জনগণনা হবে, কিন্তু তা ২০১০-১১ –এর সময়কার নিয়ম মেনে। এদিনের অধিবেশনে বিরোধীদের সঙ্গে শাসকদের বিধায়কদের উত্তপ্ত বাক্য বিনিময় চলে। 

বিরোধীরা আরজেডি নেতা তেজস্বী যাদবের নেতৃত্বেই শাসকদলের বিধায়কদের একহাত নেন। অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানান, এনপিআর-এর ফর্মে যে বিতর্কিত ধারাগুলি রয়েছে তা বাদ দেওয়ার জন্য সরকারকে রাজ্যের তরফে চিঠি দেওয়া হয়েছে। 

এনআরসি প্রসঙ্গে তিনি বলেন, “এনআরসি-র কোনও দরকার নেই, কেননা আমার মা কবে জন্মেছিলেন তা জানি না। তাই এই রাজ্যে এনআরসি বলবৎ হবে না। শুধুমাত্র এনপিআর হবে তবে ২০২০-১১ সালের নিয়ম মেনে।”

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222


এসবশুনে তেজস্বী যাদব সাংবাদিকদের বলেন, “কেন্দ্রে এনপিআর চালুর জন্য নোটিস আনছে। আর রাজ্য বলছে এনপিআর হবে ২০১০-১১ সালের নিয়ম মেনে। আসলে কোন নিয়মটি এখানে অনুসরণ করা হবে, তা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে তাদের। বাবা-মায়ের জন্ম তারিখ, আধার নম্বর, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর ও ভোটার আইডি নম্বর এবং মাতৃভাষা। নতুন এনপিআর ফর্মে এসব প্রশ্ন রাখা হয়েছে।” 

সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত।