![]() |
pic source: hindusthan times |
মধ্যপ্রদেশ, রাজস্থান, গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাটের প্রভৃতি রাজ্যের ন্যায় বাংলাতেও চাকরিতে ভূমিপুত্রদের জন্য সংরক্ষনের দাবি উঠলো বিধানসভায়। যা রাজ্যের ৭০ বছরের ইতিহাসে প্রথম।
কিছুদিন আগেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন রেড্ডির নেতৃত্বে মন্ত্রিসভা চাকরিতে ৭৫% ভূমিপুত্রদের জন্য সংরক্ষণের বিল পাশ করিয়েছে। এর আগে মধ্যপ্রদেশ, রাজস্থান, গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাটের প্রভৃতি রাজ্য ভূমিপুত্রদের জন্য চাকরিতে সংরক্ষণের কথা ঘোষণা করেছে।
মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্য বিধানসভায় ভূমিপুত্রদের জন্য সরকারি ও বেসরকারি চাকরিতে সংরক্ষণের দাবি তোলেন।
অমল বাবু বলেন, “অন্যান্য রাজ্যের মতো বাংলাতে ধর্ম-বর্ণ-জাত নির্বিশেষে ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ খুবই জরুরী। চাকরিতে বঞ্চিত হচ্ছে বাংলার ভূমিপুত্ররা। তাঁদের মুখের দিকে তাকিয়ে রাজ্যের সমস্ত চাকরিতে ভূমিপুত্রদের চাকরিতে সংরক্ষণ দিক পশ্চিমবঙ্গ সরকার। একই সঙ্গে বাংলার সরকারি পরীক্ষায় বাধ্যতামূলকভাবে বাংলা প্রশ্নপত্র করা হোক।”
সরকারি হোক বা বেসরকারী হোক চাকরিতে ভূমিপুত্রদের জন্য সংরক্ষন হলে বাংলার চাকুরী প্রার্থীরা উপকৃত হবে। এই দাবি সঠিক বলেই মনে করছে বিশিষ্টমহল।
Social Plugin