Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফাঁসি কখনই হবে না', ভরা আদালতে নির্ভয়ার মাকে 'চ্যালেঞ্জ' আসামিদের আইনজীবীর


দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্টের নির্দেশে স্থগিত নির্ভয়াকাণ্ডের অপরাধীদের ফাঁসি। আর তারপরই আদালতের বাইরে কান্নায় ভেঙে পড়লেন নির্ভয়ার মা আশাদেবী ।

সাংবাদিকদের তিনি জানালেন, ভরা আদালতে ধর্ষকদের আইনজীবী এপি সিং তাঁকে বলেছেন, "ফাঁসি কখনই হবে না।'' তবে আশাদেবী জানিয়েছে লড়াই থামছে না তাঁর। তিনি আরও বলেন, "আর পারছি না আমি। দোষীদের বাঁচাতে কেন এত তৎপরতা? খুনিদের আইনজীবী আমাকে ভরা আদালতে বলেছেন, এই ফাঁসি নাকি কখনই হবে না। কবে আমার মেয়েটা শান্তি পাবে, বলতে পারেন?"

তিনি আরও বলেন, "আদালত যদি স্থগিতাদেশই দেবে তাহলে সারাদিন বসিয়ে রাখল কেন। আমাদেরও তো অপেক্ষা ছিল। আমার মনে হয় সরকার ও আদালত আসামিদের সুযোগ দিচ্ছে সুযোগ নেওয়ার জন্য। কারণ ওরা পুরুষ। আমার মেয়ের অধিকার নেই বিচার পাওয়ার।"



গতকাল অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসি। দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট তাদের ফাঁসি স্থগিত করার নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফাঁসি দেওয়া যাবে না ৪ অপরাধীকে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code