Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধ্যমিক পরীক্ষার্থীদের কলম ও দই টিকা দিয়ে শুভেচ্ছা জানালো ABVP


SER-10,ময়নাগুড়ি, ১৮ ই ফেব্রুয়ারি : মাধ্যমিক পরীক্ষার্থীদের কলম ও দই টিকা দিয়ে শুভেচ্ছা জানালো অখিল ভারতীয় বিদ‍্যার্থী পরিষদ। 

আজ মঙ্গলবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা, প্রতিটি রাজনৈতিক দলই বাইরে থেকে আসা ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জ্ঞ‍‍াপন করেছেন বিভিন্ন ভাবে।

আজ মঙ্গলবার অখিল ভারতীয় বিদ‍্যার্থী পরিষদের ময়নাগুড়ি নগর ইউনিটের পক্ষ থেকে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন স্কুলের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে  গিয়ে বাইরে থেকে আসা ছাত্র-ছাত্রীদের অভিনব শুভেচ্ছা জ্ঞ‍‍াপন করা হলো হাতে কলম ও কপালে দইয়ের টিকা দিয়ে।

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222


 উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ‍্যার্থী পরিষদ ময়নাগুড়ি নগর ইউনিটের কার্যকর্তারা। 

ছাত্র নেতা ময়নাগুড়ি নগর সহ সম্পাদক অলক রায় বলেন, আজ অখিল ভারতীয় বিদ‍্যার্থী পরিষদ ময়নাগুড়ি নগর ইউনিটের পক্ষ থেকে ময়নাগুড়ি গালর্স স্কুল, ময়নাগুড়ি বয়েস স্কুল, ভোট্রপাট্টি হাইস্কুল, জোড়পাকড়ি এ-জি হাইস্কুল, চূড়াভান্ডার ভেলভেলা হাইস্কুল সহ ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে গিয়ে বাইরে থেকে আসা সকল ছাত্র-ছাত্রীদের হাতে কলম ও মাথায় দইয়ের টিকা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Ad Code