আজ স্বর্গীয় শ্রী দেবাশিস সিনহার স্মৃতি উপলক্ষে শীতের আমেজে একটি অভিনব "অন্য বনভোজন" আয়োজন করলো ইউনিক ফাউন্ডেশন টিম নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন  'শিলিগুড়ির পার্কে ', ডাবগ্রামে  । শীতের আমেজে অভিনব অন্য পিকনিক যাদের দেখছেন প্রত্যেকে তাঁরা প্রথম বারের মতো পিকনিকে । অন্য পিকনিক এই পিকনিকে কোনো তফাৎ নেই। সবাই প্রথম বার এই বনভোজন এ।  ছিলেন বিজয় ধর, দেবী কর, ঠাকুর দাস বারুই, তারক দাসের মতো বৃ্দ্ধ বৃন্ধারা , ছোট্ট একটি ৬ বছরের বাচ্চার ও প্রথম পিকনিক, ৭৫ বছরের বৃদ্ধের ও প্রথম পিকনিক, যার দুটো হাত কাটা গিয়েছে এই হাত দিয়েই আজ ডিম কলা খেলো তার ও প্রথম পিকনিক ।