Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইউনিক ফাউন্ডেশন টিম এর পক্ষ থেকে অভিনব পিকনিক


আজ স্বর্গীয় শ্রী দেবাশিস সিনহার স্মৃতি উপলক্ষে শীতের আমেজে একটি অভিনব "অন্য বনভোজন" আয়োজন করলো ইউনিক ফাউন্ডেশন টিম নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন  'শিলিগুড়ির পার্কে ', ডাবগ্রামে  । শীতের আমেজে অভিনব অন্য পিকনিক যাদের দেখছেন প্রত্যেকে তাঁরা প্রথম বারের মতো পিকনিকে । অন্য পিকনিক এই পিকনিকে কোনো তফাৎ নেই। সবাই প্রথম বার এই বনভোজন এ।  ছিলেন বিজয় ধর, দেবী কর, ঠাকুর দাস বারুই, তারক দাসের মতো বৃ্দ্ধ বৃন্ধারা , ছোট্ট একটি ৬ বছরের বাচ্চার ও প্রথম পিকনিক, ৭৫ বছরের বৃদ্ধের ও প্রথম পিকনিক, যার দুটো হাত কাটা গিয়েছে এই হাত দিয়েই আজ ডিম কলা খেলো তার ও প্রথম পিকনিক ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code